একটা নিরাপদ মৃত্যুর বাসনা কোন অপরাধ নয়
আমরা সেটাই চাইছি; জীবনের মূল্য তোমাদের অনেক
আমরা বাঁচতে চাই না ডাক্তার বাবু!
একটা নির্ঝঞ্ঝাট মৃত্যুর বেশি আমরা চাই না।


স্তন্যপায়ী শিশুর মৃত্যু পেয়েছিল বলেই
তোমাদের কাছে দৌড়ে গিয়েছিল
ওর বাবার প্রাত্যহিক ঘাম মিশে আছে
সরকার প্রদত্ত তোমাদের স্টেথোস্কোপে।


আমরা তোমাদের বৈষয়িক চিন্তায় নেই
কারণ আমাদের রক্ত আছে শ্রমের কণা
আমরা লাশ হ‌য়ে লাঞ্ছিত হতে চাই না
তোমাদেরকে প্রাপ্যর চেয়েও সম্মান করি
অথচ আমাদেরকে দিলে অবমাননাকর মৃত্যু।


জুতো পরা লোকগুলো তোমাদের বাহবা দেয়
প্রতিজ্ঞায় চাদর পরিয়ে তোমরা ভুলে গেছো
আমরা হয়তো মৃত্যুর নিকটেই বাস করি
তাই বলে তোমরা কেউ অমর নও
বিনা যুদ্ধেই মৃত্যু পরাস্ত করে জীবনকে।


ডাক্তারবাবু! আমাদের খুব সামান্যই চাওয়া,
একটু নিরাপদে মরতে চাই।
আমাদের অনেকের মৃত্যু পেয়েছে তোমাদের পুরীতে
আমাদের মৃত্যুতে তোমরা আমন্ত্রিত ডাক্তার।


১৫০৬২০১৯
শিয়ালদহ