কষ্ট করে নষ্ট নীড়ে তিষ্ঠ ক্ষণকাল
পৃষ্ঠদেশে নিষ্ঠা যাদের ধরবে তারা হাল?
আর্তি দেখে ফূর্তি করে ভর্তি পেটে দ্বেষ
নিত্য তারা নৃত্য করে ভৃত্য যেন দেশ
গামলা নিয়ে আমলা চলে সামলাতে নিজ ঘর
হামলা করে কামলারা সব হয়ে রাজার চর
ফটকা মিঞা মটকা মেরে খোড় চালের তলে
পটকা মেরে সটকে পড়ে যুগের হাওয়ার বলে
পান্তা খেয়ে শান্ত থেকেও দন্তে ভরে বিষ
চিন্তা করে জন্তুর ন্যায় কিন্তু তারা অহর্নিশ
ঈমান দিয়ে আমান খুঁজে সামান রাখো ঠিক
জবান দিয়ে কামান ছুড়ে দামান ছাড়ে ধিক
পয়লা যেদিন ময়লা মনে কয়লা ভরেছিলে
গয়লা ব্যাটার রয়লা মাছ সেদিন নিল চিলে
মুক্ত মনে ভুক্তভুগী যুক্তি আটে সদা
শক্ত করে রক্তনালীর মারব মুখে গদা।


দাসত্ব যার বীরত্ব হয় পশুত্বটাও মুখতুলে
মনুষত্ব বন্ধকী তার কবিত্বটাও যায় চলে।
কষ্ট করে নষ্ট নীড়ে তিষ্ঠ ক্ষণকাল
পৃষ্ঠদেশে নিষ্ঠা যাদের ধরবে তারা হাল?


২৫০৫২০১৯
কুলগাছি