পবিত্র প্রতিমা তুমি, রূপের তীর্থ মন্দির
আনমনে ফিরে যাওয়ার সাধ জাগে মনে
তোমার কৃষ্ণ কুন্তল মৃদু বাতাসে অধীর
ভ্রুু-যুগল নবচন্দ্র মিশে আছে নেত্রকোণে


অন্ত্র-রন্ধ্র দুলে ওঠে গোলাপ পাপড়ি ঠোটে
স্রষ্টার মহান শিল্প তুমি প্রেমের প্রতিমা
প্রস্ফুটিত পুষ্প তুমি কোথায় আছো গো ফুটে
নির্লোভ ভ্রমণ পথে মনের স্থির আরমা


বার বার দেখেছি তারে সাধিকার বসনে
নিষ্পাপ মুখ ভরে যেন পুত-পবিত্রতায়
দেহমন জুড়ে তার বিধাতার উপাসনে
যেন প্রেমিকের স্তুতি গায় তার প্রেমিকায়


তার পর পুনরায় আসে অন্ধকার নিশি
তোমার প্রেমে অস্ফুটে বলে যেন ভালোবাসি ৷