রিক্ত অন্তরপট, সিক্ত নেত্র
বাতাসে ভিজে সারাদেহ,
বুক ভরে সকালের পাখিটার গান
ভরা আকাশ খালি হয় সূর্যের মেজাজে৷
বনবিতানের বিচিত্রতা,
কিংবা পাতা ঝরা গাছের আকুতি
সবুজ বিরহে৷
আজো মনে করি তোমার বিকশিত দাঁত,
নক্সাকরা বেনী,
প্রিয়তার সরল পথে৷