মিথ্যার রসায়নে প্রণিত অবাধ স্বৈরাচার
ফৌজদারি মামলায় বেঁধে দেশকে এগিয়ে নিতে
খরচ হয়েছে বিস্তর প্রাণ;
খসে গেছে আব্রু আর সম্ভ্রমের আঁচল
তবুও ঘুম ভাঙেনি অগণিত নির্মোহী আত্মার
অহেতুক মৃত্যুর হুল্লোড়ে নিদ্রামগ্ন দেশ ।


সবটা লোপাট হয়নি বলে এখনও ডাকে
ভোরের পাখি সকালের প্রথম রোদ
তন্দ্রাচ্ছন্ন জনতার মৌনতায় করাঘাত করে
কুরআন-হাদিসের সেই একদল লোক ।


নিজেকে নিলামে তুলেছে কালজয়ী শৃগাল
সত্য-মিথ্যা এক রঙে আঁকা প্রতিটা ফলক
কেবল হলুদ আস্তরণ পড়ে থাকে
তাদের সংলাপে কিংবা কীটের পদচিহ্নে
স্বপ্ন পূরণের শর্তে বেচে দেয় দেহমন ।


খানিকটা রুমাল ও খানিকটা ঘোমটা
রক্তচক্ষুর ঠিক উপরে থাকে এ বিনত মুখোশ
কেবল তাহাজ্জুদের প্রলেপ লাগিয়ে  
বশে রাখে একটা আস্ত দেশ ।


এই রসায়নে স্বপ্ন আড়িপাতে আগামীর কোলে
দেশের ক্ষত থেকে বের হয় বারুদের গন্ধ
হয়তো বিস্ফোরণ হবে আজই বিকালে
কিংবা ভোরের নির্মলতা পেরিয়ে ।


১০০১২০২২
হাওড়া