কিছু মুখ মনে আসে বার বার, অনিবার স্মৃতি
সে ছিল আমার সহযাত্রী; বলেছিল নাম রেবা
নির্মল মুখ তার, সলজ্জ নেত্রে ভরেছিল প্রীতি
সবুজ পাতার মাঝে যেন প্রস্ফুটিত জবা ৷


অসময়ে অন্তরীক্ষে বৃষ্টিহীন মেঘের মতো সে,
নিষ্পাপ চাহনিটা অনেকাংশে অবুঝ বালিকার
মতো ৷ যেন বুক ভরে মন ভরে দখিনা বাতাসে
আজো বাজে অন্তরবীনা প্রেমে সুর তোলে সেতার ৷


পথ ভুলে এসেছিলে এ বাংলায় তুমি বিদেশিনী
সময় নিংড়ে যতটা সংকুচিত হয় তার চেয়ে
বেশি নয় ৷ কী ভেবেছিলে সেদিন বসে একাকিনী?
তারপর বহু যাত্রা হয়েছে গন্তব্যে পাড়ি দিয়ে ৷


তবুও অনুভবে ভরেনি আমার সোনালী খাতা,
স্মৃতির গহীনে তুমি আছো বেঁচে হে অপরিচিতা ৷


২৫০২২০১৯
   চাপড়া