যে কবিতা অন্ধচোখে অন্ধকারে নৃত্য করে
যে কবিতা নিঃস্বনীতি নিষ্ঠাভরে মান্য করে
যে কবিতা বাহুবলে ভ্রষ্টাচারের পথ দেখে
যে কবিতা অত্যাচারী রাজার গুণগান লেখে
যে কবিতা বিবেক নামক আদালতে সুস্থ নয়
বন্ধু জেনো নিঃসংকোচে সে কবিতা আমার নয়।


যে কবিতা মিথ্যা শুধু সত্যনাশী খবর করে
যে কবিতা বাস করে ঐ ধৈর্যচ্যুত দ্বেষের ঘরে
যে কবিতা ব্লাসফেমি জুলুমবাজের কারখানা
যে কবিতায় উল্টোপথে হাঁটতে কোন নেই মানা
যে কবিতায় নকল ভাবে সকল কথা বলতে হয়
সুপ্রিয় পাঠক জেনো সে কবিতা আমার নয়।


যে কবিতা ত্যালা মাথায় মুক্ত মনে তেল ঢালে
যে কবিতা কবজ ধরে আপন বুকে কুটচালে
যে কবিতা লাস্যময়ীর কথা বলে অবান্তর
যে কবিতা নারীর উরুর বর্ণনা দেয় নিরন্তর
যে কবিতার অনুভবে খ্যাতি ছাড়া কিচ্ছু নয়
সত্যি জেনো বন্ধুপ্রতীম সে কবিতা আমার নয়।


যে কবিতা মানবতার খেলাফ করে মানবিক
যে কবিতা বিভেদকামী ছদ্মবেশীর দেয় না ধিক্
যে কবিতা স্রোতের অনুকূলে চলে গা ভাসায়
যে কবিতা ন্যায়ের প্রতিকূলে থেকে মন মাতায়
যে কবিতা ইতিহাসে থিতু হতেই উচ্চাশায়
অনুনয়ে বলছি শোনো সে কবিতা আমার নয়।


১২১১২০১৯
   চাপড়া