একটা দুটো কাব্যকথা অনেক কাজের ফাঁকে
শূন্য আকাশ শূন্য বাতাস চিতলে বিলের বাঁকে
শরৎ মেঘের ‌তুলার রাশি
নীলের মাঝে শুভ্র আসি
সদ্যজাত হাসছে যেন জড়িয়ে আপন মাকে ।


তুলছে মাথা কাশফুলেরা শিউলি ফোটে রাতে
মিশতে চাই আজ শূন্য মনের অরণ্যানীর সাথে
শরৎ আমার উদাস দুপুর
বস্তি মেয়ের পায়ের নুপুর
হীরক দানা শিশির কণা শরৎ ভোরের হাতে।


পুষ্প বিতান ঝলমলে সব ঋতু রানীর গায়ে
শাপলা শালুক চুমছে যেন ডিঙিমাঝির পায়ে
শরৎ আমার মন ভুলিয়ে
কোথায় যেন দেয় ডুবিয়ে
নীরব কিছু স্বপন আমার ছড়িয়ে ডানে-বায়ে।


০৬০৯২০২০
কুলগাছি