একটা গুমোট উৎকন্ঠা নিয়ে শুয়ে আছি
তন্দ্রা ছুঁয়েছে ভিজে সকাল, এক মাথা চুল
ধসে যাওয়া পাহাড়ের পাঁজরে সাজিয়েছি
বিধ্বস্ত পৌরুষ আর শুভ্র বরফের ফুল।


সমতলে ভাবা কিছু ভাবনা লালন করে
শেরপা চলেছে বিশ্ব বিজয়ের বাসনায়
হাঁটছে সাদা পথে, যেতে হবে আরো উপরে;
সীমান্ত লক্ষ্যে যেতে হবে কাঙ্খিত ঠিকানায়।


ফিরে আসার গল্পে মুখরিত প্রতিটি প্রাণ
আমি তখনো ঘুমিয়ে নির্বিকার আবাসনে
পাশেই কত বিস্মিত চোখ মায়াময় গানে
ভাবছিলাম এখানে আমি কোন প্রয়োজনে!


নৈঃশব্দ্য স্থির হলেই থামে জাগতিক সুর
সীমান্ত মুখোমুখি বসে নিদ্রা করেছে দূর।


১৩১২২০২০
কুলগাছি