প্রতিশ্রুতির কিছুই আমার মনে পড়ে না
এমন কি সঞ্চারিত হওয়ার  ক্ষনটাও
এভাবেই তুমি কত শ্রেণি জগতে পাঠাও
তোমার ইঙ্গিত ছাড়া একটা পাতা নড়ে না।


মনে নেই হাঁটার শুরু কবে; কোন শৈশবে?
নিত্য দিনের নগর-গঞ্জে নানা অভিমত
সহস্র দিকদর্শনে হারিয়েছি সোজা পথ
দুনিয়ার স্বপ্নজাল আর মিথ্যার বৈভবে।


'তিলকা হুদুদুল্লাহ, ফালা তাক্বরবু-হা'তে
নির্ধারিত সীমা বিস্মৃতির অতল গহিনে
দ্বিন বদলে আমরা দুনিয়া নিয়েছি কিনে
ভুলেই চলে সকাল-সন্ধ্যা মিথ্যা অভিঘাতে।


নষ্ট করে দিয়ো না ওগো আলিউল আজিম
ভ্রান্তিতে না ভুলি যেন সিরাতুল মুস্তাকিম।


২৮০৯২০১৯
কুলগাছি