কোন মৃত্যুই আর স্নায়ুকে বিপর্যস্ত করে না,
কারণ পাইকারি ও খুচরো বাজারে
নিঃশর্ত ও অবাধ আমদানী;
তাই, পরিত্যক্ত লাশদ্রষ্টা বিচলিত নয় ৷৷


অন্ধকারের ঘনত্ব ভৌত নিয়মেই দ্রবীভূত
শুভ্র আর কৃষ্ণ একই রঙে ধরা পড়ে
আমাদের গৃহে আর তোমাদের দৈনিকতায়,
দৈন্যতা খোঁজা তাই মহাপুরুষের চ্যালেঞ্জ ৷৷


জ্যোৎস্নার স্নিগ্ধতা কিংবা গভীর কালো রাত…
যেদিন অমাবস্যার সমার্থক,
সেদিন রুদ্র প্রতাপ অপাত্রে রক্ত বয়ে আনে;
সেখানে পরিত্রাতা যুগের কালপুরুষ ৷৷


বহুকাল হলো আগত ফিতনার বসবাস
চরাচর ঘুরেছে, মুখ লুকিয়েছে ইমানী ছটায়,
কিন্তু ফিরে যায়নি, মৃত্যুও ঘটেনি তার;
তাই তো মৃত্যুশয্যায় মানবতার অন্তঃকরণ ৷৷


আমার মৃত্যুও হয়তো বাঁধা আছে
ভালোবাসার অযাচিত কোন পরিচিত ফলকে,
এক পলক দৃষ্টি ফেলে চলে যাবে অফিসের বাসে;
কারণ তুমিও আচ্ছন্ন অন্ধকার স্নায়বিক দূর্বলতায় ৷৷


২৬১১২০১৭
দেবগ্রাম