স্বপ্নের অভিমুখহীন পথ হাঁটা পথিক
প্রতিদিন একটা ফুল দেখেছিলো পথে
স্থল-জল ভ্রমণ করে সে কল্পনার শকটে ৷


নৈশ ভাবনায় আসেনি, মেঘলা হয়েছিলো
লুকানো মুক্তার মতো অথচ প্রস্ফুটিত
দৃষ্টির দৈনিকতা ছুঁয়ে গেছে কতবার
গোপন সংবেদন বীজ হয়ে ছিল অন্দরে ৷


সুপ্ত আকাঙ্খা গহিন নিদ্রার মোড়কে
তারপরও হেঁটেছে পর্বত থেকে সাগরপৃষ্ঠ
ফুলটা সব সৌন্দর্য নিয়ে সেখানেই আছে
শুধু দেখলো দৃষ্টি জুড়ে পথিকের খোয়াব ৷


আজ যেন তাঁর অন্তর জুড়ে এক মরুঝড়
কারণ ফুলটা সাজানো বহুমূল্যের রত্মখচিত
এক ফুলদানীতে; ফুলদানীটা তার নয় ৷


এভাবেই হয়তো পৌছ যাবে, হারিয়ে যাবে পথ
স্বপ্নের সৌধে আসবে বেদুইন ক্যারাভান
প্রেমের সে পুষ্প যখনই বর্ণীল হলো,
তখনই দেখলো শেষ হয়েছে তার অন্ত সফর ৷


মৃত্যুর বিছানায় সিক্ত চোখ যেন বলে গেল—
প্রাণের স্পন্দন ছিলে তুমি আমার প্রেয়সী
ক্লান্ত মুসাফির আমি, তুমি আমার স্বপ্নের স্বপ্না ৷


১৩১১২০১৮
    চাপড়া