যে যুবতী ভাষায় বলেনি যাতনার কথা
সংসার ধরে আছে সে লুকিয়ে মনের ব্যাথা
যে সম্পদ আগলে রেখে শান্ত মননে খোঁজে
অবজ্ঞায় আঁধার হলে মন কি তার বোঝে?
হঠাৎ একদিন স্বপ্নের যুবা স্বপ্ন মতো
এলো ৷ তছনছ হলো জীবনের ধৈর্য-ব্রত
ডুবে সন্তরে অতীত সাগরে, মনে আসেনি
যে সুর যুবার বাঁশিতে, কখনো সে শোনেনি ৷


পাপের কিনারায় বসে সে অভিধান খোলে
খুঁজে দেখে সম্পর্কের কি নাম দেওয়া আছে
ভাবে, শেষ হলো সাজানো স্বপ্ন ঐ অন্তরালে
দগ্ধ মন ঢাকে, যদি দেখে ফেলে কেউ পাছে ৷
জোত্রের মতো জ্বলে শুধু  প্রেম মানস-বক্ষে
প্রিয় স্বপ্ন মেঘ হয়ে থাকে অন্তর অন্তরীক্ষে ৷


২০০৩২০১৯
   চাপড়া