পাশের বাড়ির আগুনে তাপ অনুভব করেনি
অথবা অন্য কোনো আগুনে মিলেছে সরল অঙ্ক
অথচ তুচ্ছ কারণে জলমগ্ন হয় তাদের পালঙ্ক
প্রাগৈতিহাসিক মহামারী রোগ এখনো সারেনি।


ভালবাসার পাতা ঝরে বাগানটা অপরিচ্ছন্ন
খুব সাবধানে চললেও অপরাধী হয় সাধু
কুকুর,শেয়াল,বাঁদর একই সাথে করে যাদু
দাসত্বের সংস্কার আছে আজও, শুধু প্রভু ভিন্ন।


কিছু মানুষ নুন সচেতন; নুন জনগণের
তাজ্জব ব্যাপার,তাদের জন্ম কিন্তু ভাগাড়ে নয়!
অথচ তারা আচরণে বন্য; মুখ দূর্গন্ধময়
কামড়ায় সজ্জনের আর কোমর ভাঙে দেশের।


বিস্ময়ের বাকিটা হলো- যার গৃহে জ্বলে আগুন
আহ্লাদে ভাবে সে, এবার ঘরে এসে গেছে ফাগুন।


১৪০৯২০১৯
কুলগাছি