নিষিদ্ধ ঘরের মূল্যবান বস্তু তার ভিত
সেখানে অন্ধ রাত আলোর গহ্বরে
বন্ধ্যা এক নদী, আগলে রেখেছে পোষ্য
ভুচরের পাখি তার প্রাণদায়ী মেহমান ৷


অবাক হতে গিয়েই আসে বিস্ময়,
মৃত ফর্সা মুখ আর নির্বিকার দৃশ্যবাসনা
থামিয়ে দেয় মুসাফিরের ঝাপটানো ডানা
স্থবির দুটি লেন্স আর সেন্সর অর্গান৷


হেদায়েত নিয়ে ইতিহাস মুখর যে মুকিম
তিনি প্রেমের ভাষ্যকার; আমাদের বিবশ করেন
ভালোবাসার অবগুন্ঠন সরিয়ে কমনীয় স্বাস্থ্যে
বিদিশায় দিশা অম্লান স্মৃতি তুমি তাজ৷


২৬০২২০১৮
   দিল্লি