তুলি টেনে আঁকতে চেয়েছিলাম একটা নির্মল সকাল
রঙের অভাব অনুভূত হয়নি কখনো
মনে করতে পারছি না, চিত্ত অস্থির হয়েছিল কিনা
সম্পূর্ণ শিল্পী সত্ত্বা দিয়ে এঁকে ফেললাম
সমকালীন চেতনা সমৃদ্ধ এক নির্মল ভোর৷


তারপর কত চোখ স্থির হয়েছে আমার সৃষ্টিতে
দুই তৃতীয়াংশ পৃথিবী সেই নেত্রগুলি ছুঁয়ে আছে
ভারী মায়াবী চোখ; আমার অহঙ্কার আধার
হাসিমুখ করে লেঞ্চ ঘুরিয়ে দেখি স্কেচ;
বিভৎস এক কালো সন্ধ্যা ক্যানভাস জুড়ে৷


রঙ ছাড়াই স্বপ্ন রঙিন হয় কিভাবে?
যেভাবে সহধর্মিণী কন্যা হয়; বাবা ধর্ষক—
কবিতার প্রশাসনিক বিধি নেই
কলা আছে, কৌশল আছে, আছে ব্যঞ্জনা
শুধু বাবা পূজারী শাসিত নয় শাসনতন্ত্রে৷


প্রাতের লাল আভার নির্মলতা তুলিকায় আসেনি
এসেছে কালো সাঁঝবেলা আর অন্ধ জাহেলী রাত
আমি ফিরে যাচ্ছি শিল্পের আঙিনায়
সকালের শয়তানের অবকাশ দিতে
নিদ্রাবসরে থেকে হতে চাই অন্য পথের পথিক৷


সুবিশাল আকাশে চেয়ে থাকি অলীক আশায়
পৃথিবীর দ্বিধা হওয়ার উপদেশ রেখে
আমি ফিরে যাবো; স্কেচের সহোদরা তুলির সুখে
আঁকিয়ের স্বপ্ন একটা তুলির মোনালিসা ৷


২৬০৮২০১৩
কুলগাছি