একা ন‌ও তুমি, কখনোই তুমি একা ন‌ও
নিতান্তই যদি অসহ্য উষ্ণতা লাগে
হেঁটে এসো অগাধ স্বপ্নের প্রবাহে
অথবা অনর্থক উচ্ছ্বাসে নির্মিত
কোনো পোড়ো বাড়ির ভীতমূলে ।


আমি বরাবর দেখেছি তোমাকে
প্রতিলিপির রণাঙ্গনে যুদ্ধের ওম নিতে  
শূন্য রঙের আবাসন ঘিরে হলুদ নেশা
তথাপিও আকাশকুসুম জাত মেদভারী স্বপ্ন
সংসার পেরিয়ে ছোটে কঙ্করাকীর্ণ চরে ।


হেঁসেলের ইতিহাস বিকৃত হয়ে পড়ে
অনাহারে অর্ধাহারে পড়ে থাকে প্রাসাদ
বৈষয়িক নানা নৃতত্ত্ব চাঁদোয়ার প্রাচুর্যে
ফলে কবর প্রতীক্ষায় আঁচলের ছায়া ।
নিশ্চিন্ত এই ভেবে যে, তুমি একা ন‌ও ।


২৬০৮২০২২
চাপড়া