একদিন আবেগ জ্বালিয়ে তুমি এসেছিলে
মেলাময় চারিদিক অসংখ্য জাগতিক বিভা
একদিন শূন্য হবে আবছা কুয়াশায় ভরা মাঠ
বিছানার প্রান্তসীমায় বিভাসের যৌথ শ্রতা
একটা বিমর্ষ রাত কিংবা স্বপ্নের সিঁড়ি
ঘুরেছি বিদর্ভ নগর;কত সার্বভৌমিক দেশ
বিধি-নিষেধ আর সকাল-সন্ধ্যা একাকার
প্রদীপ নিভেনি শুধু পরিমাপ চলে আবেগের ৷


একটু দেরি হবে, সামনের কটা দিন; বিলম্বে
কিছু ডাক, কখনো শালিক কিম্বা মুনিয়া
মন ছোটে ডোরিয়ান থেকে কাঁঠালের দেশে;
মননে কল্পলোক অন্ধকার বিছানার কোলে
দোয়েল-ফিঙে, শাপলা-পদ্ম টানে বিলের কিনারা
কখনো কথাশিল্পের কারিগর; শঙ্কিত করে মন
সন্ধ্যার মোহ কেটে রাত হয় ভোর সোনালী সূর্যে ৷


মুছে ফেলে সব স্মৃতি হলুদ রঙে আটকায় চোখ
সরষে ফুল আর মটর দানা রবি শস্যের মাঠ
চিনিয়েছে আমার প্রেমময়ী ক্ষেত আবেগ-উচ্ছ্বাস
ছুড়ে ফেলি আবেগের ঘনঘটা; ফিরি বাস্তবে
লেখা থাকে নীলিমায়, কথায়-কবিতায়, ঘরের
আসবাবে; মোবাইল কি-প্যাড স্মৃতিকাতর হয়


অস্থির আবেগ ছেড়ে ধুয়ে ফেলি হাত, কুয়াশামুক্ত
আরো বেশি স্পষ্ট স্থির ছবি হয়ে দেখা দেয় মনে
যে মোরে জ্বেলেছিল হৃদয়ে আবেগের আগুন
তারেই কেন দেখি বার বার অহেতুক অকারণে ৷


২০০১২০১৯
চাপড়া