গত কদিন আগে ইউটিউবে কোক স্টুডিওর ভিডিওতে পাই এই নাজমটি। পাকিস্তানের সেনাশাসক জেনারেল জিয়াউল হকের ইসলামীকরণের প্রক্রিয়ায় ব্যথিত হোন বামপন্থী কবি ফৈজ আহমেদ ফৈজ। ১৯৭৯ সালে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে এই নাজম ঘরানার কবিতাটি রচনা করেন। এতে সুর দেন পাকিস্তান রেডিওর একজন অধিকর্তা।
১৯৮৫তে জিয়াউল হক প্রশাসন শাড়ি নিষিদ্ধ করলে এর প্রতিবাদে প্রখ্যাত গায়িকা ইকবাল বানো কালো শাড়ি পড়ে লাহোর স্টেডিয়ামে ৫০ হাজার দর্শকের অভিবাদনের সামনে এই নাজম গেয়েছিলেন।
https://en.wikipedia.org/wiki/Hum_Dekhenge


এই নাজমকে চেষ্টা করেছি নিজের মত করে ভাবানুবাদ করার। আশা করব কবিবন্ধুদের ভালো লাগবে।
অনুবাদের লিঙ্ক
https://www.bangla-kobita.com/abusayeed/we-shall-witness-translated-poem-nine/