তুমি শেষ গর্জে উঠেছিলে, পেরিয়ে গেছে বহুদিন।
তবু অভাগা জাতি কই বা পারল শুধিতে তোমার ঋণ?
অভিমান মাখা পিয়ার ঠোঁট,
হক আদায়ের ঐক্যজোট,
শ্যামার হাসি, শ্যামের বাঁশী
শাতিল আরব, সুদুরের পিয়াসী...
যৌবনের কবিকে আজও খুঁজে চলে গুলবাগিচার বুলবুল।
ঈদের চাঁদ আর বসরা গুল ডেকে যায়
প্রিয়কবি নজরুল।