কাজী নজরুল ইসলামের এক বলিষ্ঠ কবিতা ছিল "এক আল্লাহ জিন্দাবাদ"। এই কবিতাটি খুব সম্ভবত "শেষ সওগাত" কাব্যগ্রন্থের অংশ।
নজরুল জীবনে অনেক ধর্মান্ধতা, উগ্রতা, কুসংসকার, অনাচার দেখেচিলেন, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, এবং নিজের জীবনে যতটা পেরেছিলেন সঠিক বিকল্প তুলে ধরেছিলেন।
এখনও পরিস্থিতি আদৌ পাল্টায়নি বরং ঘোরতর হয়েছে। একদিকে মুসলিম উগ্রতাবাদীরা,অন্যদিকে মুসলিম বিরোধী Islamophobe গোষ্ঠী শান্তিপ্রিয় মানুষদের(জাতিধর্ম নির্বিশেষে) জীবন অতিষ্ঠ ও বিভ্রান্ত করে তুলেছে। পরিস্থিতির ফায়দা নিতে আসরে নেমেছে আরেক দল সুবিধাবাদীর দল।
এই পরিস্থিতিতে একটাই বলিষ্ঠ গর্জন চাই,
"উহারা প্রচার করুক, হিংসা বিদ্বেষ নিন্দাবাদ।
আমরা বলিব, সাম্য, শান্তি, এক আল্লাহ জিন্দাবাদ।"