আজ বিশ্ব পরিবেশ দিবস। এমন এক সময়ে এই লেখা লিখছি, যখন সভ্যতার ছোবলে লুটিয়ে পড়ছে একের পর এক মহীরূহ। যান্ত্রিকতা কেড়ে নিচ্ছে আমাদের আবেগ। প্রকৃতি বিরল হয়ে যাচ্ছে আমাদের দৃশ্যপট থেকে, আমাদের সাহিত্য থেকেও।
এই পরিস্থিতিতে আমাদের দুর্দশা আরো দিন দিন প্রকট হয়ে উঠছে।
খুব পরিতাপের বিষয় সংবাদ মাধ্যমও পরিবেশদাবীকে দাবিয়ে রাখতে সক্রিয়।
যদিও ইউরোপে কিছু রাজনৈতিক দল এই দাবীতে সরব উপমহাদেশে তা আশা করাও বেকার।
এই পৃথিবীর সুস্থতার জন্য অমিত জেঠওয়া,ঞ্চিকো মেণ্ডেস, কেন সারোউইয়া, ডিয়ান ফসি, জোয়ান রূট প্রাণ দিয়েছেন। আজ অসহায় চিত্তে তাঁদের স্মরণ করি।