নিচ্ছে কেড়ে সবুজের চাদর
সভ্যতার ঐ যন্ত্রগুলো
ঘাসের চিহ্ন মুছে দিয়ে
ওড়ায় বাতাসে ধোঁয়া-ধুলো।
ধুয়ো তুলে উন্নয়নের
নিচ্ছে ওরা কেড়ে আরো,
তবুও কেউ উঠছে গর্জে
এই পৃথিবী আমারো।


মেরুপ্রদেশের বরফ গলিয়ে
বানাতে দেবনা স্বর্ণলঙ্কা।
সে যতই জাত্যাভিমানের
নামে তারা বাজাক ডঙ্কা।
যতই তারা অস্ত্র বেচুক
ছিড়ে ফেলবো কাঁটাতারও
জোর গলায় বলবো উঠে
এই পৃথিবী আমারো।


ভোগবাদীদের লোভ মেটাতে
বাড়ি ওঠে আকাশছোয়া।
উন্নয়নের দায় মেটাতে
যে আকাশে জমাট ধোঁয়া।
আমাদের দাবি দাবিয়ে রাখে
শুনতে পায়না হাহাকারও
তবুও আমরা বলে যাবো
এই পৃথিবী আমারো।


ওড়ায় তারা জয়পতাকা
বস্ত্রহীনদের রোজ কাঁদিয়ে।
লুটিয়ে পড়ে মহীরুহ
মহান রূহ বুকে নিয়ে।
যতই ওরা যুদ্ধ লাগাক
মিইয়ে দেবো রণহুঙ্কারও
জাতি-দেশের ব্যবধান মুছে
এই পৃথিবী আমারও।


সব কপট, মুনাফালোভী, ঘৃণাজীবি, যুদ্ধবাজ, ভোগবাদীদের চক্রান্ত ভেস্তে দিয়ে সফল হোক অমিত জেঠওয়া-চিকো মেণ্ডেসদের আত্মবলিদান। বিশ্বপরিবেশ দিবসে এই আমার আহ্বান।
http://www.bangla-kobita.com/abusayeed/post20140605022257/