কবি তাইবুল ইসলাম
নিয়ে "বিষ পিঁপড়ে" নাম
সনেট লিখে দেয়
অনুরোধের দাম।


কখনো অনুরণণে হারানো কবিতার
আবার স্বাক্ষর সৃজনশীলতার।
পরিশিলতার ছাপ সনেট চিন্তায়
হাইকু নাজেল হয় বাংলায়।


মুগ্ধতা, কৃতজ্ঞতার নেই কোন ভাষা
আরো নব তোফা পাবো, এই মোর আশা।
তাই তো বলছি, শাবাস দোস্ত
ছন্দে-আনন্দে চলুক চোস্ত।


(কবিবন্ধু বিষ পিঁপড়ের উদ্দেশ্যে।)