বাংলার চেতনার আকাশে ভাস্বর ভাসকর লিখেছিলেন, "ক্লান্তি আমার ক্ষমা কর প্রভু।"
শাস্ত্রে অনেক প্রকারের রসের কথা বলা আছে, আজ এই দুর্বল শরীরে(ভয়াবহ ভাবে গা গুলাচ্ছে গোটা দিন) নতুন করে নাড়া দিয়ে গেল অসহায়তা-রস। যাঁরা আপাত তুচ্ছ ক্ষুদ্র কেও নিজের মসীস্পর্শে সার্থক করে তোলেন, তাঁদের জানাই অফুরন্ত অভিবাদন। আজ আর কারো পাতায় যেতে পারছি না। তাই সবাই "ক্লান্তি আমার ক্ষমা কর..."