স্বত্তাধিকার বিষয়ে বেশী ধারণা নেই, তাই জানতে চাই প্যারডির ক্ষেত্রে স্বত্তাধিকার/Copyright Act প্রযোজ্য কিনা। আমাদের দেশের(ভারতের) আইন অনুযায়ী,কোন লেখায় অনুমতি ব্যতিরেকে একটানা নয় লাইনের বেশী উদ্ধৃত করা যায়না, এবং বেশিরভাগ ক্ষেত্রেই সূত্র দিতে হয়।
আজকের কবিতাটি সমালোচনামূলক, এরকম কবিতা (বাজেট ও গুম খুন নিয়ে) আগেও প্রকাশিত হয়েছে। কোন কিছুর প্রতিবাদে কবির জীবদ্দশাতেই কোন কবিতাকে ব্যবহার করা হয়েছে, এবং তা আইনগত ভাবে গ্রাহ্য হয়েছে।
এই ব্যাপারে পরামর্শ আশা করছি।