কয়েকদিন ধরেই এই আসর এক ঘুঁটে শুকানোর দেওয়ালের মত হয়ে যাচ্ছে, যেন যে যেখান থেকে পারে গোবর নিয়ে এসে সোজা লেপে দিচ্ছে।
বিভিন্ন জায়গাতেই তথাকথিত সৃষ্টিশীল (তাঁদের সৃষ্টি ও শীলতা নিয়ে প্রশ্ন থেকেই যায়) মানুষদের মধ্যে এই আচরণ বিরল নয়। কাজী নজরুল ইসলামকে একের পর এক নোংরা আক্রমণ করা হয়েছে। এর পরেও কোলকাতার বহু কবি নিজেদের মধ্যে কুত্সায় জড়িয়েছেন। সাম্প্রতিক কালেও পশ্চিমবঙ্গের রাজনীতির আমরা-ওরা বিতর্ক এবং রংবদলের খেলা চোখ ধাঁধিয়ে দেয়।
বিদেশেও এরকম ঘটনা বিরল নয়, মার্কেজের নাক ভেঙ্গে গেছিল প্রতিদ্বন্দ্বী লেখকের ঘুষিতে। বহু চিত্রকর ও বিজ্নানী একের পর এক কুত্সায় জড়িয়েছেন। নিউটন ও আইনস্টাইনের মত বিজ্নানীও এর বাইরে নন।
এতদিন ভাবতাম অর্থই এই অন অর্থের কারণ। এখানে এসে সেই ধারণাও ভেঙ্গে গেল।