বিধান রায়
জন্ম পাটনায়
চিকিত্সা জগতে
তিনি ভগবান প্রায়।


বিধান রায়
তখতে বাংলায়
পড়লেন এসে দেশভাগ,
কৃষক আর উদ্বাস্তু সমস্যায়।


মুখ্যমন্ত্রী বিধান
করেছেন কিছু কাজ
সুফল ও কুফল
পেয়েছে বঙ্গসমাজ।


ড: নীলরতন,
খাদ্য আন্দোলন
সব মিলেই ছিল এক
বর্ণময় রঙ্গিন সফল জীবন।


গতকাল ছিল ডঃ বিধান চন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু বার্ষিকী। অত্যুত্সাহে কাল অন্য এক কবিতা দিয়েছিলাম। চেষ্টা করলাম সংক্ষেপে তাঁকে তুলে ধরতে, কেবল ভালো বা মন্দ বলা সম্ভব হল না আমার পক্ষে। কোন মানুষই সম্পূর্ণ ভালো বা মন্দ নয়, তিনিও ছিলেন না। অজস্র বিতর্কিত মুহুর্ত ও কিংবদন্তীর জন্ম দিয়ে তিনি পশ্চিমবঙ্গ তথা ভারতের ইতিহাসে বর্ণময় এবং ভারতের পরিপ্রেক্ষিতে বিস্মৃতপ্রায় এক চরিত্র হয়ে বিরাজ করছেন।