এই আসরে আমার উপস্থিতি বেশি দিনের নয়। তবুও অনেক ঘটনার ঘনঘটা দেখার সুযোগ হয়েছে। কয়েক জনের কাজে কয়েকজনের আপত্তি, তা নিয়ে বাদানুবাদ ও মান-অভিমান। কারো অভিমানে ছেড়ে চলে যাওয়া বা কারো ব্যস্ততায় না আসতে পারা। ভুল বোঝাবোঝি মিটেও যেতে দেখেছি অনেক।
তারই মাঝে এটাও সত্য সহকবির সাফল্যে অন্যদের উচ্ছাস প্রকাশ, তাঁদের অনুরোধে কবিতা প্রকাশ এবং সহকবিকে নিয়েও কবিতা প্রকাশ করেছেন অনেকে। সহকবির অনুরোধে নতুন ঘরাণা নিয়েও লিখতে আগ্রহী হয়েছেন অনেকে। সুপঠিত, সুচিন্তিত ও সুবিশ্লেষিত মন্তব্যও অনেক পাওয়া যায়। এই জন্যই এই আসর এতটা প্রাঞ্জল। এতটা অনবদ্য।
আর একজনের কথা না বললেই নয়। তিনি এই আসরের জন্মদাতা। তাঁর যোগ্য পরিচালনায় এই আসর সার্থক হয়ে উঠেছে। আস্ফালন নয়, সামঞ্জস্য__এই নীতিতে সাফল্য এনে দেওয়া এডমিন খুব মনোযোগ দিয়ে শুনেছেন আমাদের নালিশ-অভিযোগের কথা। সীমিত সাধ্যের মধ্যে অনেক চেষ্টা ও পরিশ্রমের মধ্যে অনেক ইতিবাচক পরিবর্তন এনেছেন এই ওয়েবসাইটে, যার সুফল আমরা সবাই ভোগ করছি। জানিনা আমাদের কাছ থেকে তাঁর প্রাপ্তি কতখানি। তবুও সবাইকে অনাবিল শুভেচ্ছা রইল।