জগত জনের নবী মুহাম্মাদ মুস্তাফা,
তাঁকে ঘিরে উদগ্রীব কয়েকজন সাহাবা।
ছড়িয়ে নুরানী সুবাস, হেসে স্মিত
বলিলেন তিনি " যখনই এমন দেখবে,
তোমার ভাই অত্যাচারী কিম্বা অত্যাচারিত
তখনি সর্বশক্তি দিয়ে তাকে সাহায্য করবে।"
বললেন সাহাবারা, হয়ে আন্দোলিত
"অত্যাচারিতের কথা তো বুঝলাম, কিন্তু যে অত্যাচারী?
হে প্রিয়নবী কেমনে তারে মোরা সাহায্য করি?"
নবীজি বললেন, "থামিও তারে, হাতখানা ধরি।"


(Bukhari Volume 3, Book 43, Number 624)


এটি মূলত ভাবানুবাদ, মূল আরবীর আক্ষরিক অনুবাদ নয়। তবে মর্মার্থ ও বিষয়বস্তু অবিকৃত রাখা হয়েছে। ক্ষমাময় স্রস্টার কাছে অনিচ্ছাকৃত কোন ভুল হয়ে থাকলে বিনীত ভাবে ক্ষমাপ্রার্থী।