বহু কবিতাতেই চোখ এক গুরুত্বপুর্ণ ভূমিকা নিয়েছে। কালো হরিণ চোখের কৃষ্ণকলি থেকে পাখির নীড়ের মত চোখ নিয়ে বনলতা সেন। শুধু মোহিনী কেন, চোখে ধরা পড়েছে অনেক অগ্নিমুর্তি কিম্বা চোখের জলের ধারা। বাংলা সাহিত্যের ইতিহাসের অনেক মুহুর্তই আজ সার্থক এই চোখের জন্যেই।