বাংলা সাহিত্যের অনন্য সম্পদ অন্নদাশঙ্কর রায় অনেক ছড়া লিখে গেছেন। 'তেলের শিশি ভাংলে পরে' তাঁর সর্বাধিক জনপ্রিয় রচনা। তিনি নজরুলকে নিয়েও অসাধারণ কবিতা লিখেছেন,
'ভুল হয়ে গেছে বিলকুল,
আর সব কিছু ভাগ হয়ে গেছে
ভাগ হয়নি কো নজরুল।'
বিশ্বকাপ নিয়েও তিনি লিখেছিলেন। ১৯৮৬ বিশ্বকাপ নিয়ে এক ছড়া লিখেছিলেন,
'ধিন তা ধিনা, ধিন তা ধিনা,
কাপ জিতেছে, আর্জেন্তিনা।
ফকল্যান্ডের যুদ্ধে হেরে,
ইংল্যান্ডকেই দিল মেরে,
শোধবোধ অস্ত্র বিনা।'