নজরুল বলেছিলেন,
"রক্ত ঝরাতে পারিনা ত একা,
তাই লিখে যাই এ রক্তলেখা,"
চারিদিকের পরিস্থিতিতে ক্ষুদ্ধ হয়ে আগুণ জ্বলে ওঠে, কিন্তু সে আগুণ কেবল মনন কেই পোড়ায়। আফশোস, কলমের কালি বিপ্লবের আগুণের জ্বালানী হতে পারেনা।
অনেক সচেতন কবি এই আসরেও আছেন। তাঁরাও লিখে চলেন, অনেক আঞ্চলিক থেকে আন্তর্জাতিক অনাচারের বিরুদ্ধে। কিছু ক্ষেত্রে অতি-আক্রমণাত্মক হলেও কাব্যগুণ সম্পন্ন।
তবুও অপেক্ষাতেই থাকতে হয়।