আষাঢ় শেষ, তার সাথে সাথে 'বরষার আয়োজন' শেষ। কিছু আগে শেষ হয়েছে বিশ্বকাপ ফুটবল।
যারা 'বরষার আয়োজনে' কবিতা দিয়েছিলেন সবাইকে অভিনন্দন, আরো বেশি অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রিয় এডমিন পল্লব ভাইকে এরকম আয়োজনের জন্য।
যারা বিশ্বকাপ ফুটবল নিয়ে লিখেছিলেন তাঁদেরও ধন্যবাদ।
শ্রাবণ শুরু হল। প্রকৃতির আকাশে মেঘ-বৃষ্টি চাই। মনের আকাশে মেঘ চাই না, মনের আয়না নয়নেও বৃষ্টি চাইনা। বরং সকলের মনের আঙ্গিনা বৃষ্টিস্নাত হয়ে সবুজ হয়ে উঠুক।
এদিকে ইজরায়েলের লোভী জিভ গাযা ভুখন্ডকে গিলে নিতে চাইছে, বন্ধ হোক এসব। এই নিয়েও অনেকে লিখেছেন এখানে। শান্তি ফিরুক সকল আকাশে। যুদ্ধবিমান আর মিসাইল নয়, আকাশ দখল করুক প্রজাপতি আর পাখিরা।