মাঝে একদিন সাইফুর রহমান মুবারকপুরী রচিত অনন্য সীরাত (নবীজী[সঃ] এর জীবনী) পড়ছিলাম। তাতে দেখলাম বিভিন্নভাবেই কবিতার কথা এসে পড়েছে। কখনও যুদ্ধের কবিতায় আগুন জ্বালানোর কথায়, কখনো মুশরিকদের কুর'আনকে কবিতা ও নবীজি(সঃ)কে কবি আখ্যা দেওয়ায়, কিম্বা কখনো বিভিন্ন সময়ে কবিতা আবৃত্তিতে। বিভিন্ন ছন্দের কথাও আছে সেখানে যেমন রাজয, হাযজ ইত্যাদি।
সে সময়ের কবিতা ও ছন্দ নিয়ে কোন গবেষণা হয়েছে কিনা জানিনা, হলেও সে সম্পর্কিত বই বাংলা ভাষায় আছে কিনা জানিনা। কেউ জানালে বাধিত হব।