আমাদের আসরের প্রিয় কবি আসোয়াদ লোদি ' মূর্তজ জোছনায় বিমূর্ত ছবি' নামে এক কবিতা লিখেছেন। দুই নর নারীর সংলাপে ফুটে উঠেছে এক অনন্য সুর, অসামান্য সত্য। কোন কিছু যে বিস্তৃত ও বিস্তীর্ণ হয়েও একক হতে পারে, কিম্বা বাহুল্যে নয় সুবিকশিত হয়ে বৃহৎ হতে পারে তার অনন্য উদাহরণ পেলাম।
তাঁর অবদান আমাকে অন্য ভাবে ভাবাল। সেই জন্য তিনি সার্থক।
এই আসর অনেক কিছু দিয়েছে। সেইজন্য কবিসহ যাঁরা বিভিন্ন ভাবে উৎসাহ যুগিয়ে অবদান রেখে যাচ্ছেন আর সর্বোপরী প্রিয় এডমিন যাঁর বদৌলতে এই আসরের উত্পত্তি ও বিকাশ সবাইকে অভিনন্দন।