কাঁপা হাতে ধরা পতাকায় আছে
কিছু ভয় ধরা আশা।
চাইতেও করে ভয়,
যখন চিরসাথী হতাশা।
কত মূক কন্ঠ
পায় না যে ভাষা।


শাহবানু থেকে আরো স্বপ্ন
উড়ান স্পষ্ট ভাষার,
তবু কেন হয় চির অযোগ্য
মালিক-মালকিন ক্ষমতার।


দীর্ঘশ্বাস নিয়ে
এই পথ দিয়ে
আরো বহু কত
যান হারিয়ে।


ক্ষীণ সামর্থ্য
তবু প্রত্যয়
তোমায় ব্যর্থ
হতে দেব না নিশ্চয়।
সর্বহারার কন্ঠ সদ্যপ্রয়াত সৈফুদ্দিন চৌধুরীর স্মরণে। তরুণ সাহসী সাংসদ হিসাবে তিনি নজির গড়েছিলেন,  বিশেষত শাহবানু মামলায় সংসদে তাঁর ভূমিকা অনস্বীকার্য্য ছিল। পরবর্তীতে বিশেষ রাজনৈতিক সাফল্য পান নি এই লজ্জা মানুষের, বাংলার।