এবারে কলকাতা বইমেলায় একটি লিটল ম্যাগাজিন 'উদার আকাশ'কে রাজনৈতিক কবিতা প্রকাশের অভিযোগ তুলে বিচিত্রভাবে অপদস্থ করা হচ্ছে। আনা হয়েছে কিছু অবান্তর অভিযোগ। আমার ব্যক্তিগত মতে কবিতাতে যেকোন বিষয়ই উঠে আসতে পারে, রাজনীতিও তার মধ্যে অন্যতম। যুদ্ধের কবিতা, দেশাত্মবোধক কবিতাও বাস্তবে রাজনৈতিক। যদি একান্তই রুচিহীন ও প্ররোচনামূলক না হলে তাতে বাধা দেওয়া অন্যায়।
আসরের কবিদের কাছে অনুরোধ এর বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়ার জন্য।