বাংলা কবিতা ডট কম আমাদের পরিবার। এই পরিবারের আমার আত্মার আত্মীয়দের নিয়ে কিছু বলতে চাইছি। প্রথমেই খুব কাছের একজনকে বেছে নিলাম যিনি আমার প্রতি কবিতাকে বড় মনোযোগ দিয়ে পাঠ ও চর্চা করেছেন। শুধু তাই নয় সেই কবিতাগুলির মন্তব্যেও তাঁর সযত্ন দৃষ্টি রয়েছে। তিনি অমূল্য সময় ব্যয় করে একে একে  আমার কবিতাগুলির উপর স্নেহপরশ বুলিয়ে দিয়েছেন।
আমার মত অধমের প্রতি এত গুরুত্ব দিয়েছেন এটিই তাঁর একমাত্র গুণাবলী নয়। তাঁর কবিতায় আলোচনায় পরিস্ফুট হয়ে ওঠে বিষয় বৈচিত্র্য। তিনি তাঁর অনুবাদপটুতায় একে একে বহু মার্কিন কবিকেই ঘরের মানুষ করে তুলেছেন। শুধু তাই নয় প্রবাস জীবনের অনেক অম্লমধুরতার কথাই সজীব হয়ে ওঠে তাঁর রচনাতে। প্রবাসে হায়াত ফুরনো নাজমা বেগমের কথা আজো ভুলতে পারিনা।
তাঁর দীর্ঘ জীবনকালীন প্রাজ্ঞতা কোনভাবেই বাড়তি মেদ যোগ করতে পারেনি তাঁর চিরসবুজ প্রাণে। তাই তাঁর কাছ থেকে আসে আধ্যাত্মিক চিন্তার সওগাত, বাত্সল্য রসে পুষ্ট পদ্য তেমনি তাঁর অমলীন সুশোভিত মনন দিয়ে ফুটিয়ে তোলেন বহু রোম্যান্টিক কবিতাকে। তাঁর ধর্মানুরাগও আলাদা মাত্রা জুগিয়েছে তাঁর লেখনীতে।
কিছু কিছু কবিতার ক্ষেত্রে আরো একটু সময় নিয়ে লিখলে নিজের প্রতি সুবিচার করতেন, তবুও সেগুলোতেও আমরা তাঁর ব্যাকুল প্রাণের আবেগস্পর্শ পেয়ে ধন্য হই।
প্রিয় কবির কাছে আরো পাওয়ার আশা রইল। আশা রইল আরো পথ সাথ চলার।