জনদরদী এই মানুষটির সাথে প্রথম কখন সাইবার পরিচয় হল মনে নেই, তবে নজরুল জয়ন্তী উপলক্ষ্যে ওনার নজরুলকে নিয়ে কবিতা লেখার অনুরোধ আমাকে দারুণ উদ্বুদ্ধ করেছিল। এরপর একের পর এক পেয়েছি সমকালীন পশ্চিমবংগ এবং তার কিছু হতভাগ্য মানুষের বয়ান তাঁদের নিজস্ব জবানে। একসময় তিনি আঞ্চলিক ভাষায় কবিতা লেখা বন্ধের ইচ্ছা জানিয়েছিলেন, কিন্তু অনেক কৃতজ্ঞতা তিনি এই সিদ্ধান্ত থেকে সরে আসেন, তাই আমরা পেয়ছি অনেক মর্মস্পর্শী কবিতা। বিশেষ করে 'ক্যালেন' এর মত কিছু কবিতা তো এই আসরের বড়াই করার মত সম্পদ।


আমার মত সাধারণ কেউ তাঁর ব্যাপারে বললে কেবল আবেগ থাকবে তাতে। তাঁর মূল কদর বুঝতে কবিবর বোদরুল আলমের কাছে ঋণ বাড়িয়ে নিয়ে তাঁর কথার পুনরাবৃত্তি করি,
" আপনি এ ধরণের কবিতাগুলি দিয়ে শুধু যে নিজের সৃজনশীলতার সাধ মিটিয়ে চলেছেন তা' তো নয়, আমাদের মনুষ্য সমাজেরই কিছু অনগ্রসর শ্রেণীর মানুষের জীবনযাত্রাকে আলোকিত করে সবার সামনে তুলে ধ'রে চলেছেন দিনের পর দিন। মুগ্ধ পাঠকসমাজের অভিবাদন আর তথাকথিত সেই সব মানুষের অনুচ্চারিত আশীর্বাদ আপনার পাথেয় হয়ে থাকবে চিরকাল। আমি বিশ্বাস করি, সেই সমাজে সত্যি সত্যি যেদিন নতুন সকাল আসবে, সেখানে আপনার অবদান কিন্তু নিছক কম কিছু থাকবেনা।"