গতকাল ২১শে মার্চ, কবি অজিতেশ নাগের সাথে বহু প্রতীক্ষিত আলাপ হল। উনি ফাইন আর্টস এ নাটক দেখার উদ্দেশ্যে এসেছিলেন। কিন্তু নাটকের বদলে এক বিচিত্র অভিজ্ঞতা নিয়ে ফিরলেন।
কবি অজিতেশের সাথে আজ রবিবার দেখা হওয়ার কথা ছিল উদ্দেশ্য 'শতরূপে ভালোবাসা'র এক কপি পাওয়া।
সেটা সেই সন্ধ্যাতেই পেলাম। ওনার কবিতা বরাবরের মতই সবার মত প্রিয়। বিভিন্ন বিষয়ে বিভিন্নভাবে তিনি তাঁর কবিতায় স্বকীয়তা রেখে গেছেন। খাওয়া দাওয়া নিয়ে তাঁর বেশ কিছু কবিতা আমার প্রায়ই মনে পড়ে। তাঁর উপস্থিতিও মন ভরিয়ে দেবার মত।
তাঁর সাথে কাল আমার এক প্রিয় মানুষ শক্তিপ্রসাদ ভট্টাচার্য্যের পরিচয় করিয়ে দেবার সময়, শক্তিবাবুর কাব্যপ্রীতির নতুন পরিচয় পেলাম যা আমার অজানা ছিল। কবি অজিতেশের সাথে মুগ্ধ হয়ে শুনলাম শ্রুতিধর শক্তিবাবুর একের পর এক আবৃত্তি।
যেভাবে তিনি একমনে শুনে গেলেন, তাতে করে কবি অজিতেশেরও ধৈর্যের এক বিরল পরিচয় পেলাম।
ভালো থাকবেন, নিরন্তর সক্রিয় থাকবেন, কবি অজিতেশ আমাদের শ্রদ্ধা ভালোবাসা, কৃতজ্ঞতায়।