কিছু ধর্মান্ধ শেখাতে আসে ধর্মটা ঠিক কি।
জাতীয়তাবাদী নাকি তারাই যারা জাতীয়করণের বিরোধী।
দুর্নীতিবাজ শেখায় কাকে বলে ধর্মনিরপেক্ষতা,
কিছু বোদ্ধা করেন বিচার অপন্যাসের কথা।
অশান্তি ছড়িয়ে নাকি আসে গণতন্ত্র।
কিছু সমাজবিরোধী শেখায় সমাজতন্ত্র।
দিনবদলে রংবদলের পাণ্ডারা শেখান সুশীল সংস্কৃতি,
ফার্মহাউসের বেনিয়া বলে সমবায়ে কোথায় কত ক্ষতি।
কর্পোরেট হাউস থেকে আসে বাকস্বাধীনতার বুলি।
আমরা সবাই শিখে চলেছি লাগিয়ে চোখে ঠুলি।