জল বিষিয়ে, জমি বিষিয়ে
দেখায় ওরা পাওয়ার।
জোট বেঁধেছি, এক হয়েছি,
ভয় তো নেই আর।
চাষের জমি, মাছের ভেড়ি,
করতে চায় ছারখার।
এসো সাথী বলো সবাই,
ভয় তো নেই আর।
বোমা ফেলে তেজ দেখায়
এলাকার যত লোফার।
কোমর বেঁধেছি, পথে নেমেছি
ভয় তো নেই আর।
চোখ রাঙাক, পেশি ফোলাক
যতই করুক অত্যাচার।
জান দিয়ে লড়ব সবাই
ভয় তো নেই আর।


(ভাঙর জমি আন্দোলনের সংহতিতে)