ছলনাময়ী মেয়ে সুমা,
বুঝিনি মা'র বারণে।
কেনরে মন কাদিস এখন সুমার কারণে?
সুমার সাথে করলাম পিরিত একটা বছর ভরে,
সেই সুমা ভুলে গেলো এক কথাতে মোরে,
ও বড় মিথ‌্যাবাদী,
সুমা বড় ছলনাময়ী,
বুঝিনি ওর ধরণে।
কেনরে মন কাদিস এখন সুমার কারণে?
ছলনাময়ী মেয়ে সুমা,
বুঝিনি মা'র বারণে।


সন্ধারাতে যখন আমায় কইতো সুমা ফোনে,
জলদি তুমি আসো বন্ধু পরছে তোমায় মনে,
সুমা ধরে কইতো আমায়,
সুমা ধরে কইতো গলে,
ভুলবোনা তোক মরণে।
কেনরে মন কাদিস এখন সুমার কারণে?
ছলনাময়ী মেয়ে সুমা,
বুঝিনি মা'র বারণে।


জোসনা রাতে যখন থাকি আকাশ - প্রাণে চাইয়া,
চাঁদ বলে তোক ব্যথা দিছে সুমা নামের মাইয়া,
ও বড় বেঈমান ছায়েম,
সুমা বড় বেঈমান ছায়েম,
রাখিসরে তুই স্বরণে।
কেনরে মন কাদিস এখন সুমার কারণে?
ছলনাময়ী মেয়ে সুমা,
বুঝিনি মা'র বারণে।


রোজ সকালে যখন ওঠে পুব আকাশে রবি,
তারি মাঝে দেখি আমি সুমা তোমার ছবি,
খোদা ওরে মুছিয়ে দাও,
খোদা ওরে মুছিয়ে দাও,
পরি তোমার চরণে।
কেনরে মন কাদিস এখন সুমার কারণে?
ছলনাময়ী মেয়ে সুমা,
বুঝিনি মা'র বারণে।