আজ একুশে ফেব্রুয়ারি  
        আমরা বাঙালি জাতির মনের
বিষাদময় স্মৃতির ঘরে কড়া নাড়ল
        ভাষা শহীদদের স্বরণে।


তাঁদের বুকের রক্তের বিনিময়ে
         এই বাংলার বুকে
দুঃখিনী মায়ের ভাষা জারি,
          তাঁদের প্রাণের উৎসর্গের  ফলে
বর্বর জাতির ভাষা ছেড়ে
          মাতৃভাষায় কথা বলিতে পারি।


তাঁদের অসীম বীরত্বের ফলে
        এই বিশ্বের বুকে
গর্ব করে দাঁড়াতে পারি
         মুক্ত কণ্ঠে বলিতে পারি
আমরা একমাত্র  বাঙালি জাতি  
          মায়ের ভাষা ছাড়া কোনো ভাষা
আপন হয়তে দেয়নি মুখে।


তাঁদের ঋণ আমরা বাঙালি
        সুদ করিতে পারিব না,
হৃদয়ের গহীন ঘরে তাঁদের যতন করি
         কোনোদিন ভুলিব না।