আমার বাড়ি প্রকৃতিতে ঘেরা
আছে আম-জাম গাছ,
আরো আছে ডালিম, কামরাঙা ও পেঁপে
মোর ঘরের সামনে মাঝারি লিচু গাছ।
চারচালা চারটি চারদিকে ঘর
আছে মস্ত বড় একটি উঠান,
এই উঠানে নবান্নের ধান মাড়াই করি
ধানের মৌ-মৌ গন্ধে ভরে যায় প্রাণ।
এই উঠানে আমন -ব্রি ধান
তপ্ত রোদে শুকায়,
আরো শুকায় মনের মত
মরিচ,গম,ডাল-খেসারি ও মাসকলাই।
শীতের দিনে রোদ পোহায়
এই উঠানে আমার বাড়ির সবাই,
আমার ঘরের শান্ত বিড়াল
মন্টিকে ও দেখা যায়।
আমার বাড়ির সকল মানুষ
এক সুতোয় গাঁথা,
মিলেমিশে সবাই চলি
নেই কোনো বাধা।