আমি নেতা হইব বলে
        আপন কর্ম ছেড়ে দিয়েছি,
নেতার ভাব ধরে নেতার পিছে ঘুরি
        নেতা হইব আমি ভরসা পেয়েছি।


আমি নেতা হইব বলে
        এখনি ছোট মুখে বড় হাঁক ছাড়ি,
নেতার চাটুকারিতার বলে
        নিজের স্বার্থে জনগণের বুকে
পচা মাথায় বসাই কমা-দাড়ি।


আমি নেতা হইব বলে
        অমীমাংসিত জায়গায় করি দখলদারি,
একজনকে উপকার করি
        দশজনকে ডুবাইয়া মারি।


আমি নেতা হইব বলে
        লাল দাগ খানি পিঠে রাখি,
সমাজের সেবা নামে
        আঁকাবাঁকা রেখা আঁকি।


আমি নেতা হইব বলে
       ভাল মানুষ ছাটাই করি,
ধন-দৌলত যার আছে
        তারে খুঁজে মরি।


আমি নেতা হইব বলে
        সাধারণ মানুষ হাহাকার করে,
"এখনি এই বীভৎস আচরণ
        পরে কেমনে কি করবে আহারে!"