আপন পরিচয় যদি লভিতে হয়
        ধৈর্য্যের জ্বলন্ত শিখায় মন পুড়িতে হয়,
বিলাসিতার অলস কান্ডে কুঠার মেরে
        ভাবের মুন্ডে আল-কাতরা লাগাতে হয়।


অজানা-অদৃশ্য অন্ধকারে চোখ মেলে
        সূক্ষ্ম আলোর আশায় হাঁটিতে হয়,
গভীর মনোজগতে সরল চরণ ফেলে
        জাগ্রত চোখে বিচরণ করিতে হয়।


প্রাণাঞ্চলে সত্য সাহসের অক্ষয় রস
        ব্যর্থতার ধাক্কা খেয়ে যোগাতে হয়,
হাতের কবজি কাটা গেলেই বসে থাকা নয়
        পায়ের অঙ্গুলি দিয়ে কলম চালাতে হয়।


অর্থের অভাব সফলতার পথের কাঁটা নয়
        বরং এটা সফলতার বড়ই আপন হয়,
আমার এই নেই সেই নেই
       দুশ্চিন্তার ভার মাটিতে পুঁতে রাখিতে হয়।


অতি নরমে মন সবার তরে বিলিয়ে দিতে হয়
        গতি চরমের চিন্তায় স্থিরতা বসাতে হয়,
নিজের সুখের কথা ভুলিতে হয়
        পরের সুখে মাথায় ব্যথা তুলিতে হয়।


বিপদের মুখে জীবন জলাঞ্জলি নয়
        আস্থা-ভরসা প্রভুতে রাখিতে হয়,
ধৈর্য্য-পরিশ্রম-সাধনা অক্ষত থাকিলে
        আপন পরিচয় লভিতে ভয়ঙ্কর সমর নয়।