বদল আসিলেই কেবল সচেতন জনের
         অলস মন-প্রাণ-দেহ খুশিতে লাফিয়ে উঠে,
আনন্দ প্রেম-ভালবাসা উতরাইয়া পড়ে
         তবুও মূল্যহীন এ প্রেম বাস্তবতার হাটে।


যে সময় মরে বদল আসিল
          তাহা পড়ে রইল মানবতার প্রেমে শূন্য,
অনুশোচনার সময়,দৃঢ় শপথ নেওয়ার সময়
         নির্লজ্জ আনন্দ শুভেচ্ছা কেমনে হয় বরেণ্য?


বিবেক-বুদ্ধি-মানবিক প্রেম পুরো বছর ঘুমিয়ে
        নতুন দিনে ফুল নিয়ে করে কাড়াকাড়ি,
রঙ-ঢঙ,ভঙ-চঙ আনন্দ নয়
         মানবতাহীন আনন্দ সময় কেবল হুড়াহুড়ি।


গত দিনে শতশত মলিন মুখ দেখেও
        আজ নতুন দিনে উড়াও ফানুস!
আতসবাজি আর নাচ-গানে কি হবে
        অবহেলায় নতুন দিনে যদি অবিরত কেঁদে যায়
অসহায় হতদরিদ্র খাঁটি মানুষ।


বদলের মুখে পুরনো বেদনার সুরে
       নতুন দিনেও যদি শুনিতে হয় আর্তনাদ
কিসের বদল, কিসের আনন্দ করে
         নতুন দিনে পুরনো সব উন্মাদ।