দাম্ভিক,সরল মানুষের ভীড়ে সাধু সাজে
পরের ভাল কাজে জোরে দোষ খোঁজে,
পরের পরম সুখ দেখে তার গা জ্বলে হায়!
আলোকে ঘৃণায় আঁধারে ঢেকে দিতে চায়।


আপন আলয় রাখে সে নিখুঁত যতনে ভাল,
পরের আলয়ে কেন হিংসায় আগুন জ্বালে?
তবে কি তার চোখ-মন জ্বলন্ত ঈর্ষায় পুড়ে
সুখের আভাস পেলে সরল মানুষের ঘরে।  


ঘরকোণে সে থাকে পড়ে ঘোর অন্ধকারে
বাহিরের শিখায় চাহিলে তার চোখ জ্বলে,
বল, এই নির্লজ্জ-বেহায়া দোষ কার?
কেউ স্রোতের বিপরীতে কষ্টে আসিলে তীরে
সহিতে পারে না সে নষ্ট মনের ব্যথায় মরে।  


অন্তরে নেই তার শান্তি মানুষে ধরে ফন্দি
পরকে জোরে করিতে চায় ভুলে বন্দী,
সরলে-নরমে,ধীরে হাটে ছায়াধর পথে
দেখিলে মনে হয় সাধু চলে পরের তরে।